কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউপি চেয়ারম্যান আব্দুল জলিলের ওপর রোববার দুপুরে দুর্বৃত্তের হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ছেলের চিন্তায় চিন্তিত হয়ে সোমবার সকালে চেয়ারম্যানের বৃদ্ধ বাবা আব্দুল মতিনের (১১০) মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বটতলী ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল অফিসিয়াল কাজে রোববার দুপুরে উপজেলা পরিষদে যাওয়ার পথে পরিষদের গেটের সামনে একদল দুর্বৃত্ত তার ওপর এলোপাতাড়ি হামলা চালায়। হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, আব্দুল জলিলকে কয়েকজন দুর্বৃত্ত টেনে হিঁচড়ে নিয়ে যায় এবং মারধর করতে থাকে। তবে হামলা ও মারধরের কোনো কারণ জানা যায়নি।
পরে স্থানীয়রা চেয়ারম্যান আব্দুল জলিলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়।
এদিকে ছেলের ওপর অতর্কিত হামলার খবরে মানসিকভাবে ভেঙে পড়েন তার বাবা আব্দুল মতিন। সোমবার তিনি মারা যান।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চেয়ারম্যান আব্দুল জলিলের ভাগিনা খালেদ হুসাইন জুয়েল জানান, এমনিতে নানা বয়োবৃদ্ধ, তার ওপর ছেলের আঘাতের খবরে তিনি ব্যথিত হয়েছেন। সোমবার সকালে হঠাৎ তার মৃত্যু হয়।
হামলার বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, হামলার ঘটনা শুনেছি; তবে থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি।