কুমিল্লা নগরীতে প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করার ঘটনা ঘটেছে। রবিবার (২৫ জুন) রাত ৮টার দিকে নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় এলাকায় এ খুনের ঘটনা ঘটে।
নিহত ওই যুবকের নাম ইজাজ আহমেদ (৩৫)। তিনি কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলি ইউনিয়নের মণিপুর গাবতলী এলাকায় সিরাজুল ইসলামের ছেলে।
সিরাজুল ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার। স্থানীয়দের কাছে নিহত ইজাজ মাদক কারবারি হিসেবে পরিচিত। বিগত সময়ে তিনি একাধিকবার বিপুল পরিমাণ মাদকসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। পুলিশ ও স্থানীয়দের ধারণা- হত্যাকাণ্ডের পেছনে মাদকের সংশ্লিষ্টতা থাকতে পারে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার রাত ৮টার দিকে নগরীর কান্দিরপাড় এলাকায় ফাইন্ড টাওয়ারের সামনে ইজাজকে এলোপাতাড়ি ছুরিকাঘাত ও কুপিয়ে জখম করে একদল দুর্বৃত্ত। এ সময় ইজাজ দৌঁড়ে প্রাণ রক্ষার চেষ্টা করলেও কিছুদূর গিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় ইজাজকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরান হোসেন জানান, প্রাথমিকভাবে জানা গেছে- টাকার ভাগাভাগি নিয়ে কান্দিরপাড় ফাইন্ড টাওয়ারের নিচে চার-পাঁচজন যুবকের সঙ্গে ইজাজের ঝগড়া হয়।
কান্দিরপাড় এলাকার অন্তত দুজন হকারের সঙ্গে কথা বলে জানা গেছে, খুনিরা ইজাজের দুই পায়ের হাটুতে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়।
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক শাওন শিকদার জানান, ইজাজ নামে আহত ব্যক্তির দুই পায়ের হাটুর ওপরে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আঘাতের স্থান থেকে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। মরদেহ মেডিক্যালের মর্গে রয়েছে।