মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনা তদন্তে ৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সোমবার সকাল ৮টার দিকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন ঘটনাস্থল পরিদর্শন শেষে এ তথ্য জানান।
এর আগে রোববার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বরমচাল এলাকায় সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় পড়ে ৪ জন নিহত হন। আহত হয়েছেন শতাধিক।
নিহতদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ রয়েছেন। নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি কুলাউড়ার সাবেক পৌর মেয়রের ভাই আব্দুল বারির স্ত্রী বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে বাকিদের পরিচয় পাওয়া যায়নি।
কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, বরমচাল এলাকায় উপবন এক্সপ্রেসের চারটি বগি ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে নিচে পড়ে যায়। এই দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে। দুর্ঘটনায় পড়ার কারণে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
মৌলভীবাজারে পুলিশ সুপার মো. শাহজালাল জানান, ট্রেনটির পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে পড়েছে, যার মধ্যে একটি বগি সেতু থেকে নিচে পানিতে পড়ে যায়। সেতু থেকে রেললাইন উপড়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে।
তিনি আরো জানান, আহতদের উদ্ধার করে কুলাউড়া, মৌলভীবাজার, ফেঞ্চুগঞ্জ ও সিলেটের সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Facebook Comments