মৌলভীবাজারের কুলাউড়ায় ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেসের দুর্ঘটনায় আহতদের দেখতে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গেলেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। আজ বুধবার সকালে সোয়া ১০টার দিকে হাসপাতাল পৌঁছান তিনি।
এ সময় রেলমন্ত্রী সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ট্রেন দুর্ঘটনায় আহতদের ১০ হাজার ও নিহতের পরিবাবকে ১ লাখ টাকা করে দেওয়া হয়েছে। এ ঘটনার বিষয়ে প্রধানমন্ত্রী খোঁজ-খবর রাখছেন।
জানা গেছে, হাসপাতালে আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন মন্ত্রী। পরে তিনি নিহতদের পরিবারের খোঁজ-খবর নিতে তাদের বাড়ির উদ্দেশে রওনা দেন।
Facebook Comments