হাসিবুল ইসলাম কুষ্টিয়া প্রতিনিধিঃকুষ্টিয়ার মিরপুরে রঙ্গিলা খাতুন (৩৫) নামের এক গৃহবধূ কে কুপিয়ে হত্যা করা হয়েছে। সে উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের নওদাপাড়া ক্যানালপাড়া গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী। আজ রবিবার (১৪ মার্চ) সকালে বাড়ীর পাশের তামাক ক্ষেত থেকে পুলিশ লাশ উদ্ধার করে। পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকেলে সে মাঠে ঘাসকাটতে বের হয়ে আর ফিরে আসেনি। সম্ভাব্য সকল স্থানে খোঁজখুজি করে তাকে পাওয়া যায়নি। সকালে স্থানীয় জনগণ ওই মাঠে একটি তামাক ক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে পেয়ে খবর দেয়। এ ব্যাপারে কুষ্টিয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) আজমল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
Facebook Comments