হাসিবুল ইসলামঃ কুষ্টিয়া কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ইছাখালী গ্রামের মৃত আব্দুল করিম সেখের ছেলে ও মোহনা টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি সাংবাদিক আকরাম হোসেন নিজের জমিতে পুকুর খনন করতে গেলে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করেছে একই এলাকার মৃত ভরশ সেখের ছেলে মোঃ সোবাহান সেখ (৫৫), মকছেদ আলীর ২ ছেলে খাইরুল ইসলাম (৪৫) ও মনিরুল ইসলাম (৪৮), মৃত হাকিম বিশ্বাসের ছেলে মোঃ লুৎফর বিশ্বাস (৫০), লুৎফর বিশ্বাসের ছেলে মোঃ নাসির বিশ্বাস (২৭),নাজিম সেখের ছেলে মোঃ সুমন হোসেন (২৮),ছলিম সেখের ছেলে মোঃ সরোয়ার হোসেন (৩৫) সর্ব সাং -ইছাখালী, চাপড়া,কুমারখালী, কুষ্টিয়া।এ বিষয়ে আকরাম হোসেন বাদী হয়েকুমারখালী থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছে। এজাহার সুত্রে জানা যায়, কুমারখালী থানাধীন ইছাখালী ব্রিজ সংলগ্ন নিজ জমিতে পুকুর খননের কাজ করছেন সাংবাদিক আকরাম হোসেন। গতকাল ১৫ ফেব্রুয়ারী আনুমানিক সকাল সাড়ে ০৩ টার সময় উল্লিখিত সন্ত্রাসীরা সহ অজ্ঞাতনামা আরও কয়েকজন হঠাৎ করে সাংবাদিক আকরাম হোসেনের পুকুর খননের জায়গায় এসে সাংবাদিক আকরামের নিকট ২ লক্ষ (দুই লক্ষ) টাকা
চাদা দাবি করে। সন্ত্রাসীরা সাংবাদিক আকরাম হোসেনকে বলে সে যদি ২ লক্ষ টাকা চাঁদা না দেয়
তাহলে তাকে পুকুর খনন করতে দিবেনা। এ সময় সন্ত্রাসীরা পুকুর খননের কাজে নিয়োজিত
শ্রমিকদের ভয়ভীতি প্রদর্শন করে তাড়িয়ে দেয় এবং শ্রমিকদের উপস্থিতিতে সাংবাদিক আকরাম
হোসেনকে বিভিন্ন প্রকার হুমকি ধামকি প্রদান করে সন্ত্রাসীরা। এ বিষয়ে কুমারখালী থানার
অফিসার ইনচার্জ মুজিবুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্তের পর ব্যাবস্থা গ্রহন করা হবে।
Facebook Comments