শিরোনাম

কুয়েট বন্ধ, দুই হলের ছাত্রদের মধ্যে সংঘর্ষ।

সংবাদটি প্রকাশিত হয়েছে : শনিবার, নভেম্বর ২, ২০১৯ ১২:৫৭:৪৭ অপরাহ্ণ
কুয়েট বন্ধ, দুই হলের ছাত্রদের মধ্যে সংঘর্ষ।
কুয়েট বন্ধ, দুই হলের ছাত্রদের মধ্যে সংঘর্ষ।

ফুটবল খেলাকে কেন্দ্র করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) দুই হলের ছাত্রদের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল শুক্রবারের ওই ঘটনায় বেশ কয়েকজন আহত হন।

পরে ছাত্রদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। আজ শনিবার বিকেল ৫টার মধ্যে ছাত্রদের ও রোববার সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার তথ্যের সত্যতা নিশ্চিত করে কুয়েটের রেজিস্ট্রার জি এম শহিদুল আলম বলেন, শুক্রবার বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে অমর একুশে হল ও ফজলুল হক হলের ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পাঁচ থেকে ছয়জন আহত হয়। পরে রাতে বিষয়টি নিয়ে হলগুলোতে উত্তেজনা সৃষ্টি হলে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।

আজ শনিবার সকালে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, উত্তেজনা দেখা দিলে রাতেই ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি এখন স্বাভাবিক। শিক্ষার্থীরা হল ছেড়ে চলে যাচ্ছেন।

Spread the love
Facebook Comments

Contact Us