যশোর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কেশবপুরে অভিযান চালিয়ে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে কেশবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে যশোর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কেশবপুর উপজেলার আলতাপোল এলাকায় অভিযান চালিয়ে মণিরামপুর উপজেলার পাড়দিয়া গ্রামের আব্দুল কাদের দফাদারের ছেলে মনির হোসেনকে (২৭) ৩০০ গ্রাম গাঁজাসহ হাতে নাতে গ্রেফতার করা হয়। ওই সময় তার স্বীকাররোক্তিতে কেশবপুর পৌর শহরের মাছ বাজার এলাকায় আলতাপোল গ্রামের লেয়াকত হোসেন সানার ছেলে রেজাউল সানার (৩৮) দোকানে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ হাতে নাতে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা প্রক্রিয়াধীন।
Facebook Comments