আবু হুরাইরা রাসেল যশোর জেলা প্রতিনিধি
প্রখ্যাত নাট্য ব্যক্তিত্য ও চলচিত্রাভিনেতা ধীরাজ ভট্টাচার্যের ১১৫ তম জন্মবার্ষিকী উদযাপন
করা হয়েছে। শুক্রবার কেশবপুরের পাঁজিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে পাঁজিয়ার কৃতি সন্তান
ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত চলচিত্রাভিনেতা, নাট্য ব্যক্তিত্য ও সাহিত্যিক ধীরাজ ভট্টাচার্যের
১১৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য
রাখেন যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি। কেশবপুর
উপজেলা খেলাঘর আসরের দিকনির্দেশনায় পাঁজিয়া পূরবী খেলাঘর আসর এ অনুষ্ঠানের আয়োজন করে।
আলোচনা সভায় পূরবী খেলাঘর আসরের সভাপতি বাবুর আলী গোলদার সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমিন,
সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, খেলাঘর কেন্দ্রীয় পরিষদের সদস্য অধ্যাপক হাসানুজ্জামান, খেলাঘর জাতীয় পরিষদের সদস্য ও কেশবপুর উপজেলা খেলাঘর আসরের আহবায়ক আব্দুল মজিদ বড় ভাই ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, যশোর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল মজিদ, কেশবপুর পৌর সভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, সাবেক চেয়ারম্যান ইয়ার মাহমুদ, উপজেলা খেলাঘর আসরের উপদেষ্টা প্রভাষক কানাইলাল ভট্টাচার্য, পৌর ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম প্রমুখ।
এর আগে সকালে চিত্রাংকন ও কুইজ প্রতিযোতার উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও
সাংস্কৃতিক সংসদের সভাপতি নজরুল ইসলাম খান। সকালেই এ অনুষ্ঠানে উপজেলা খেলাঘর আসরের শাখা আসরের মধ্যে পৌর শহরের বালিয়াডাঙ্গা স্বাগতম খেলাঘর আসর, মধ্যকুল
নতুন স্বপ্ন খেলাঘর আসর, সাতবাড়িয়া মৌ খেলাঘর আসরসহ ১২ টি শাখা আসরের নেতৃবৃন্দরা যোগদান করেন।
Facebook Comments