আবু হুরাইরা রাসেল যশোর জেলা প্রতিনিধি যশোরের কেশবপুরে দুই ব্যবসায়ীসহ ৩ জনকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার পাঁজিয়া বাজারে বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য খাদ্য বিক্রির বৈধ কাগজপত্র না থাকায় পংকজ এন্ড রিংকু এন্টারপ্রাইজের মালিক বিকাশ চন্দ্র পালকে ১০ হাজার টাকা, পোল্ট্রী খাদ্য বিক্রির বৈধ কাগজপত্র না থাকায় আকরাম ট্রের্ডেসের মালিক শাহিনুর রহমানকে ৫ হাজার টাকা এবং স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক পরিধানের বিধান লঙ্ঘনকরে মাস্ক বিহীন ঘুরা-ফেরা করার অপরাধে সুজন ঘোষকে ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
Facebook Comments