ঝিনাইদহ সদর উপজেলার কেশবপুর গ্রামের সাপের কামড়ে আব্দুল খালেক (৬০) নামের এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পারিবারিক সূত্র থেকে জানা যায়, প্রতিদিনের ন্যায় বৃদ্ধ আব্দুল খালেক তার ঘরে ঘুমিয়ে ছিল। রাত সাড়ে ৩টার দিকে বিষধর সাপ তাকে দংশন করলে পরিবারের লোকেরা প্রথমে এলাকার ওঝা দিয়ে ঝাড়ফুক করতে থাকে।
এতে অবস্থার পরিবর্তন না হওয়ায় সোমবার সকালে তাকে ঝিনাইদহ সদর হাসাপাতালে নিয়ে আসলে কর্তৃব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।