কেশবপুরে পৌর ৯ নং ওয়ার্ডে আবুল কালাম আজাদের নারী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বালিয়াডাঙ্গা বিশ্বাসপাড়ায় কাউন্সিলর পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আবুল কালাম আজাদ এই মহিলা কর্মী সমাবেশ করেন। পৌর ৯ নং ওয়ার্ডে মহিলা আওয়ামী লীগের নেত্রী বিউটি বেগমের সভাপতিত্বে সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও পৌর আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ। এসময় আবুল কালাম আজাদ বলেন ,‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে নারী-পুরুষের সমাধিকার প্রতিষ্ঠা হয়েছে তা এই কর্মী সমাবেশ প্রমাণ করে। নারীরা এখন অনেক বেশি সচেতন হয়েছেন। নারীদের এগিয়ে নিতে সরকারের বিভিন্ন উদ্যোগের কারণে কর্মক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীরা দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। তাই দেশের আর্থিক অবস্থা দ্রুত পরিবর্তন হচ্ছে। এজন্য আজকের এই সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি।’ এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান গাজী, যুবলীগের ফারুক হোসেন, তরিকুল ইসলাম। ছাত্রলীগের সারাফাত হোসেন সোহান, জাহিদ হাসান, সুমন, সবুজ,পরাগ। স্বেচ্ছাসেবক লীগের আব্দুল কুদ্দুস, জাহাঙ্গীর হোসেন, সালাউদ্দিন রনি, রফিকুল ইসলাম, হযরত, মহিলা আওয়ামী লীগের পারুল বেগম , মনোয়ারা বেগম (মনো), রহিমা বেগম প্রমুখ।
Facebook Comments