শিরোনাম

কে কী বললেন ঈদে? সালাহ-ওজিল থেকে শচীন-সানিয়া

সংবাদটি প্রকাশিত হয়েছে : সোমবার, আগস্ট ১২, ২০১৯ ২:২৫:০২ অপরাহ্ণ

বিশ্বজুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদ-উল-আজহা। আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের তারকারাও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে।

মোহামেদ সালাহও ঈদ শুভেচ্ছা জানিয়েছেন ভক্তদের। ছবি: টুইটারমোহামেদ সালাহও ঈদ শুভেচ্ছা জানিয়েছেন ভক্তদের। ছবি: টুইটারবাংলাদেশের বেশির ভাগ অঞ্চলসহ বিশ্বের অনেক জায়গায় আজ পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা, অনেক দেশে পালিত হয়েছে গতকালই। তবে দিন যেটিই হোক, ত্যাগের মহিমা ছড়িয়ে দেওয়া এই ঈদের আনন্দ তো সর্বজনীন, আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের তারকাও ঈদের আনন্দ ভাগ করে নিয়েছেন সবার সঙ্গে।

লিওনেল মেসির বার্সেলোনার ঈদ শুভেচ্ছা। ছবি: টুইটারলিওনেল মেসির বার্সেলোনার ঈদ শুভেচ্ছা। ছবি: টুইটারদুই মৌসুম আগে রোমা থেকে লিভারপুলে আসার পর যেভাবে নিজেকে মাঠে-মাঠের বাইরে মেলে ধরেছেন, তাতে মুসলিম খেলোয়াড়দের মধ্যে এই মুহূর্তে বিশ্বজুড়ে সবচেয়ে নন্দিত খেলোয়াড় তো মোহামেদ সালাহই। ঈদ উপলক্ষে আরবি ভাষায় শুভেচ্ছা জানিয়েছেন মিসরীয় ফরোয়ার্ড, তাতে লেখা, ‘প্রতিটি বছর ও প্রত্যেক মানুষই ভালো থাকুক, ঈদ আমাদের জন্য হোক খুশির উপলক্ষ।’

টুইটারে শচীন টেন্ডুলকারের ঈদ শুভেচ্ছা। ছবি: টুইটারটুইটারে শচীন টেন্ডুলকারের ঈদ শুভেচ্ছা। ছবি: টুইটাররিয়াল মাদ্রিদের সাবেক ও বর্তমানে আর্সেনালের মিডফিল্ডার মেসুত ওজিল শুভেচ্ছা জানিয়েছেন ম্যাচের আগে তাঁর প্রার্থনার ভঙ্গির ছবি দিয়ে। জার্মান মিডফিল্ডারের টুইট, ‘আমার সকল মুসলিম বন্ধু ও অনুসারীদের জানাই ঈদ মোবারক।’

ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাসের ঈদ শুভেচ্ছা। ছবি: টুইটারক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাসের ঈদ শুভেচ্ছা। ছবি: টুইটারঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারও। টুইটে লিখেছেন, ‘ঈদুল আজহা যাঁরা পালন করছেন, সবাইকে ঈদ মোবারক। সৃষ্টিকর্তার দয়া আমাদের সবার ওপরই থাকুক।’

জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড ঈদ শুভেচ্ছা জানিয়েছে তাদের লেফটব্যাক আশরাফ হাকিমির ছবি দিয়ে। ছবি: টুইটারজার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড ঈদ শুভেচ্ছা জানিয়েছে তাদের লেফটব্যাক আশরাফ হাকিমির ছবি দিয়ে। ছবি: টুইটারভারতীয় টেনিসকন্যা ও পাকিস্তানের ক্রিকেট তারকা শোয়েব মালিকের স্ত্রী সানিয়া মির্জা ‘ঈদ মোবারক’ লিখেই শুভেচ্ছা জানিয়েছেন। আর পাকিস্তানের এ সময়ের সবচেয়ে প্রতিশ্রুতিশীল ব্যাটসম্যান বাবর আজম তাঁর ঈদের পোশাকের ছবিসহ টুইটে লিখেছেন, ‘ভালোবাসা, বিনয়, দয়া ও ত্যাগের সবচেয়ে বড় উদ্‌যাপন ঈদুল আজহা। আপনি যেখানেই থাকুন না কেন, আপনার আশপাশের মানুষের প্রতি দয়াশীল হোন, তাঁদের ভালোবাসুন। এই ঈদে আপনি ও আপনার ভালোবাসার মানুষের সবচেয়ে ভালোটাই কামনা করছি।’

মেসুত ওজিলের ঈদ শুভেচ্ছায় থাকল ম্যাচের আগে তাঁর প্রার্থনার ভঙ্গি। ছবি: টুইটারমেসুত ওজিলের ঈদ শুভেচ্ছায় থাকল ম্যাচের আগে তাঁর প্রার্থনার ভঙ্গি। ছবি: টুইটারশুধু মাঠের তারকারাই নন, ফুটবল ক্লাবগুলোও ঈদের শুভেচ্ছা জানিয়েছে। স্প্যানিশ ক্লাব বার্সেলোনা তাদের খেলোয়াড়দের উদ্‌যাপনের ছবি দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। শুভেচ্ছা জানিয়েছে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসও। নিজেদের মরোক্কান লেফটব্যাক আশরাফ হাকিমির ছবি দিয়ে জার্মানির বরুসিয়া ডর্টমুন্ড লিখেছে, ‘বরুসিয়া ডর্টমুন্ডের সবার পক্ষ থেকে জানাচ্ছি, ঈদ মোবারক।’

আরও পড়ুনঃ

তুরস্কে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের এক মিনিটের মধ্যে আটটি আফটার শক (পরাঘাত) আঘাত হানে
ভূমিকম্পের পর সিরিয়ার উত্তরপশ্চিম অঞ্চলকে দুর্যোগ অঞ্চল’ ঘোষণা করেছে বেসামরিক কর্তৃপক্ষ
পশ্চিমা নিষেধাজ্ঞাপর পরও দেদারছে রাশিয়ার তেল কিনছে ভারত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যা করবেন না বলেই প্রতিশ্রুতি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিড...
পাঁচ কেজি ওজনের বালিশ মিষ্টির দাম ১ হাজার ৮০০ টাকা
ধর্ষনের অভিযোগে রনি হোসেন নামে এক যুবক বিদেশে পালানোর সময় গ্রেফতার
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশাররফ মারা গেছেন
ইউক্রেনে যুক্তরাষ্ট্র যত বেশি অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করবে, রাশিয়া তত বেশি প্রতিশোধমূলক হামলা চালাব...
Spread the love
Facebook Comments

Contact Us