কোটা পুনর্বহালসহ সাত দফা দাবিতে বাংলাদেশ সচিবালয়ের পশ্চিম গেটে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ। আজ বুধবার বেলা পৌনে একটার দিকে প্রেসক্লাবের পূর্ব দিকে ও সচিবালয়ের পশ্চিম দিকের মধ্যবর্তী স্থানের সড়কে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নেতা–কর্মীরা বসে পড়েন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে তাঁরা সচিবালয়ের বাইরে অবস্থান নেন।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, সারা দেশে মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা আক্রান্ত হচ্ছেন। বক্তারা এসব ঘটনার বিচারের দাবি জানান।
মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাত দফার মধ্যে অন্যতম হলো সরকারিসহ সব পদে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করতে হবে। সাংবিধানিক স্বীকৃতি ও মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইন পাস করতে হবে।
মুজিব কোটের পবিত্রতা রক্ষায় সিনেমা, সিরিয়াল ও নাটকে মন্দ চরিত্রে মুজিব কোট পরে অভিনয় করা নিষিদ্ধ করে আইন পাস করতে হবে। হাসপাতাল, সরকারি অফিস, বিমানবন্দরসহ সব ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের ভিআইপি মর্যাদা দিতে হবে।
অবস্থান সমাবেশে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সোলায়মান মিয়া, রেজাউল করিমসহ অনেকে বক্তব্য দেন।
Facebook Comments