কোভিড-১৯ এর দ্বিতীয় ডোজ টিকা দিয়ে বাড়ি ফেরার পথে ট্রাক্টরচাপায় পিষ্ট হয়ে মারা গেল দশম শ্রেণির শিক্ষার্থী উর্মি আক্তার।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা সদরের পৌর গোরস্থান এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, করিমগঞ্জ উপজেলার ন্যামতপুর স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী একই এলাকার রতন মিয়ার মেয়ে উর্মি আক্তার বৃহস্পতিবার করিমগঞ্জের জাফরানাদে অবস্থিত রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে কোভিড-১৯ এর দ্বিতীয় ডোজ টিকা নেয়। দুপুর দেড়টার দিকে একটি অটোরিকশা করে বাড়ি ফেরার পথে করিমগঞ্জ সদরের পৌর গোরস্থান এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে নিহত হয় সে।
করিমগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসেস তাসলিমা নূর হোসেনের সঙ্গে কথা হলে তিনি জানান, এমন মর্মান্তিক দুর্ঘটনা সবার চোখে অশ্রু ঝরিয়েছে। তিনি নিজেও অশ্রু সংবরণ করতে পারেননি। এ ঘটনা উপজেলার সব শিক্ষার্থী ও অভিভাবকদের হৃদয়কে নাড়া দিয়ে গেছে।
এ সময় তিনি আরও জানান, ঘাতক ট্রাক্টরটির পলাতক চালক ও হেলপারকে দ্রুততম সময়ের মধ্যে আটক করে বিচারের আওতায় আনতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
Facebook Comments