রাজধানীর ওলিগলিতে পানিতে সয়লাব হয়ে গেছে। আজ মঙ্গলবার দুপুর সোয়া ১২টা থেকে ২টা পর্যন্ত টানা মুষলধারে বৃষ্টি হয়েছে।
এতে ধানমন্ডি, মিরপুর, গুলশান, বনানী, মহাখালী, ফার্মগেট, কারওয়ান বাজার, পল্টন, মতিঝিল, যাত্রাবাড়ীসহ ঢাকার অধিকাংশ এলাকায় অলিগলিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। রাস্তায় নেমে চরম ভোগান্তিতে পড়েছেন পথচারীরা।
শুধু রাস্তায় সীমাবদ্ধ নয়, উড়াল সেতুর উপরেও উঠে গেছে পানি।
আবহাওয়ার পূর্বাভাস জানায়, বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারিতে রয়েছে। এ কারণে সিলেট, চট্টগ্রাম, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায়; বরিশাল ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Facebook Comments