খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্ধুকছড়ি থেকে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম রমজান আলী (৩৪), তিনি চট্টগ্রামের খুলশির আমবাগান এলাকার ইউসুছ সিকদারের ছেলে।
রাতে চট্টগ্রাম থেকে ভাড়া নিয়ে খাগড়াছড়ি আসেন। পরে সিন্দুকছড়ির পঙ্খিমুড়া নামক এলাকায় স্থানীয়রা তার রক্তাত্ত মরদেহে দেখে পুলিশকে খবর দেয়।
বৃহস্পতিবার দিবাগত রাতে গুইমারায় সিন্দুকছড়ির পঙ্খিমুড়া নামক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, রমজান আলী পেশায় ভাড়ায় মোটরসাইকেল চালক।
গুইমারা থানার ওসি মোহাম্মদ রশিদ বলেন, নিহত যুবকের গলায় এবং পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। কি কারণে এই ঘটনা তা খতিয়ে দেখছি। মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Facebook Comments