নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা ৭নং ওয়ার্ডের আবু নাছেরের মেয়ে রিক্তা শুক্রবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় বসুরহাটে বাবার বাড়ির একটি কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রিক্তা। পুলিশ লাশ উদ্ধার করে, জব্দ করে রিক্তার মোবাইল ফোন। এ ঘটনায় রিক্তার বাবা আবু নাছের বাদী হয়ে স্বামী ফয়সাল মাহমুদ, শাশুড়ি তাছলিমা বেগম ও ননদ পিংকিকে আসামি করে আত্মহত্যার প্ররোচনার মামলা করেন। রিক্তার স্বামী ফয়সালকে শনিবার রাতে তার গ্রামের বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে কারাগারে পাঠায়।
গলায় ফাঁস দেওয়ার আগে রিক্তার ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে তার মৃত্যুর জন্য স্বামী ফয়সাল মাহমুদ, শাশুড়ি তাসলিমা বেগম ও ননদ পিংকিকে দায়ী করেন। মা-বাবাকে আকুতি করে রিক্তা জানান, তারা শিশু ছেলে ফারাবি ইসলামকে তার বাবা ফয়সালকে না দেয়। নানার বাড়িতেই যেন শিশু ফারাবির আশ্রয় হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, টিকটকের কারণে এ আত্মহত্যাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। প্রকৃত রহস্য উদঘাটনে আমরা তদন্ত করছি।