শিরোনাম

গলায় বোমা বাঁধা ভারতীয় গরু বাংলাদেশে পাচার

সংবাদটি প্রকাশিত হয়েছে : রবিবার, জুলাই ২৮, ২০১৯ ৪:০৭:৪৬ পূর্বাহ্ণ
ছবি: ইন্ডিয়ান ডিফেন্স নিউজ

বাংলাদেশে পাচারের সময় গরু আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এই গরুগুলি সীমান্ত পার করতে চোরাকারবারীরা নিয়েছে ভয়ঙ্কর এক কৌশল।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওই গরুগুলো পাচারের সময় যাতে কেউ পথে বাঁধা সৃষ্টি করতে না পারে, সেই জন্য গরুগুলির গলায় দেশি বোমা বেঁধে দিয়েছে চোরাকারবারীরা। কিন্তু কোনো ধরনের হতাহত ছাড়াই গরুগুলোকে আটক করেছে বিএসএফ।

প্রতিবেদনে আরো বলা হয়, গত ২৪ ও ২৫ জুলাই রাতের অন্ধকারে মালদা, মুর্শিদাবাদ, ২৪ পরগনা ও নদিয়া সীমান্ত দিয়ে গরুপাচারের চেষ্টা করা হয়। তখনই তা আটকে দিয়ে গরুগুলিকে উদ্ধার করে বিএসএফ। এই গরুগুলির দাম প্রায় ২০ লাখ ৮ হাজার ৮৮৩ টাকা বলে জানিয়েছে বিএসএফ। তারা বলছে, এসব গরু বাংলাদেশে পাচার করা হচ্ছিল।

বিএসএফ জানায়, বৃহস্পতিবার সকালে ওই গরুগুলিকে হারুডাঙা বর্ডার আউট পোস্টের কাছে গঙ্গা নদীতে ভাসতে দেখা যায়। গরুগুলির গলায় সকেট বোমা লাগানো ছিল। যাতে এই বোমাগুলো ফেটে বিএসএফের জওয়ানরা আহত হন।

এই ঘটনা স্থানীয় থানাকে তদন্তের জন্যে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ওই গরুগুলিকে থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ

তুরস্কে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের এক মিনিটের মধ্যে আটটি আফটার শক (পরাঘাত) আঘাত হানে
ভূমিকম্পের পর সিরিয়ার উত্তরপশ্চিম অঞ্চলকে দুর্যোগ অঞ্চল’ ঘোষণা করেছে বেসামরিক কর্তৃপক্ষ
পশ্চিমা নিষেধাজ্ঞাপর পরও দেদারছে রাশিয়ার তেল কিনছে ভারত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যা করবেন না বলেই প্রতিশ্রুতি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিড...
পাঁচ কেজি ওজনের বালিশ মিষ্টির দাম ১ হাজার ৮০০ টাকা
ধর্ষনের অভিযোগে রনি হোসেন নামে এক যুবক বিদেশে পালানোর সময় গ্রেফতার
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশাররফ মারা গেছেন
ইউক্রেনে যুক্তরাষ্ট্র যত বেশি অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করবে, রাশিয়া তত বেশি প্রতিশোধমূলক হামলা চালাব...
Spread the love
Facebook Comments

Contact Us