মজিবর রহমান নিজস্ব প্রতিবেদক গাইবান্ধা।
৪র্থধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাইবান্ধার পলাশবাড়ীতে আওয়ামী লীগের চার বিদ্রোহী প্রার্থীকে দল থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৪নং বরিশাল ও ১নং কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে সমর্থন না পেয়ে ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায়, বাংলাদেশ আওয়ামীলীগ ৪নং বরিশাল ইউনিয়ন শাখার ইউনিয়ন সভাপতি আব্দুল মান্নান সরকার, সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম, সহ সভাপতি বাবুল আকতার ও কিশোরগাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ড শাখার সভাপতি হাফিজার রহমান মন্ডলকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর প্রধান ও সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোঃ শামিকুল ইসলাম সরকার লিপন এর স্বাক্ষরিত একটি চিঠিতে এ তথ্য নিশ্চিত করেন।
জননেত্রী শেখ হাসিনা কর্তৃক প্রেরিত নৌকা প্রতীকের বিরুদ্ধাচারণ করে কিশোরগাড়ী ও বরিশাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায়, সুস্পষ্টভাবে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ ও স্থানীয় নেতৃবৃন্দকে উপেক্ষা করে গঠনতন্ত্র পরিপন্থী কাজ করায় তাদেরকে দলীয় পদ থেকে অব্যহতি প্রদান করা হয়।
বাংলাদেশ আওয়ামী লীগ পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন,
আগামী ২৬ ডিসেম্বর চতুর্থধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় গঠতন্ত্রের ৪৭(১১)ধারা মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে দলীয় সিদ্ধান্ত মতে ৮ ডিসেম্বর হতে তাদেরকে নিজ নিজ সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।এবং দল থেকে তাদের চূড়ান্ত বহিষ্কারের জন্য জেলার মাধ্যমে কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠানো হয়েছে।
Facebook Comments