গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের দাক্ষিণখান এলাকায় ট্রেনের ধাক্কায় একটি ডাম্প ট্রাকের চালক ও তার সহকারী (হেলপার) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আর দুইজন।
রোববার (৭ জুলাই) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, ঢাকাগামী আন্তঃনগর ‘মৈত্রী এক্সপ্রেস’ ট্রেন কলকাতা থেকে ছেড়ে আসে। এসময় জয়দেবপুর স্টেশন অতিক্রম করে দাক্ষিণখান এলাকায় পৌঁছালে রেলক্রসিংয়ের উপর বিকল হয়ে থাকা বালু ভর্তি একটি ডাম্প ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে এক জন এবং ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। নিহত দু’জন ওই ডাম্প ট্রাকের চালক ও সহকারী বলে জানা যায়।
এ ঘটনায় ডাম্প ট্রাকের উপর থাকা অপর দু’জন আহত হয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।
ময়না-তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।
Facebook Comments