গাজীপুরের টঙ্গীতে গোপন বৈঠককালে অভিযান চালিয়ে দুই শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার রাতে উত্তর আউচপাড়া খাঁপাড়া এলাকার বালাদিন আমিন ট্রাস্টের অতিথি টাওয়ারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— রাজশাহী জেলার বাঘা থানার খানপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে আবু বকর (২৮) ও নরসিংদী জেলার বেলাব থানার ভাওয়ালেরচর গ্রামের মৃত জসিমউদ্দিনের ছেলে সফিউল ইসলাম (২৬)।
পুলিশ জানায়, বালাদিল আমিন ট্রাস্টের ভেতরে সরকার পতন ও নাশকতার পরিকল্পনাসহ বিভিন্ন ইস্যুতে ইসলামি ছাত্রশিবিরের গোপন বৈঠক চলছে— এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শিবিরের বেশ কয়েকজন নেতাকর্মী পালিয়ে গেলেও আবু বকর ও সফিউল ইসলামকে পুলিশ আটক করতে সক্ষম হয়।
এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম বলেন, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।