লিবীয় নেতা মোহাম্মার গাদ্দাফিকে উৎখাতের জন্য ২০১১ সালে ফরাসি-প্ররোচিত ব্রিটেনের অভিযান ছিল বিপর্যয় একটি ভুল। ওই সময় লিবিয়ায় ফ্রান্সের গুপ্তচরপ্রধান দীর্ঘদিন পর এই স্বীকারোক্তি দিয়েছেন।
টাইমসে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, লিবিয়ার নেতাকে পদচ্যুত করার গোপন অভিযানের কাহিনীটি বর্ণনা করেছেন ডিরেক্টরেট জেনারেল ফর এক্সটারনাল সিকিউরিটি (ডিজিএসই)-এর ত্রিপলি স্টেশনের সাবেক প্রধান জ্যাঁ-ফ্রাসোয়া হুলিয়ার। তিনি সিক্রেট সার্ভিসে ২৭ বছর কাজ করেছেন। তার বইটি এই সংস্থাকে ক্রুদ্ধ করেছে।
জ্যাঁ হুলিয়ার, ৬৯, ২০১৪ সালে লে. কর্নেল হিসেবে অবসর গ্রহণ করেন। তিনি তার ’দি ত্রিপলি ম্যান : মেমোইর্স অব অ্য সিক্রেট অ্যাজেন্ট অ্যান্ড মিডিয়া অ্যাপেয়ারেন্স’ গ্রন্থে গাদ্দাফির বিরুদ্ধে বিদ্রোহীদের সমর্থন প্রদান করার জন্য ওই সময়ের ফরাসি প্রেসিডেন্ট সারকোজির সিদ্ধান্তকে অচিন্তনীয় হিসেবে অভিহিত করেন।
তিনি ফ্রান্স ২ টেলিভিশনকে বলেন, সামরিক অভিযানটি দুর্দান্তভাবে কাজ করে। তবে রাজনৈতিকভাবে এ নিয়ে চিন্তা করা হয়নি এবং এর পরিণতি যে বিপর্যয়কর হতে পারে, তা বিবেচনা করা হয়নি। এটি ছিল প্রতারণা। কারণ গাদ্দাফি পাশ্চাত্যের দিকে হাত বাড়িয়েছিলেন। তার বাড়ানো হাত আমরা কেবল মুঠোবদ্ধ করেই রাখিনি, সেইসাথে হাতটিই কেটে দিয়েছি। এমন কাজ করাকে আমি সম্পূর্ণভাবে অনৈতিক মনে করি।
সূত্র : মিডল ইস্ট মনিটর