গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুরে ঢাকা-খুলনা মহাসড়কে থেমে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় পুলিশের উপপরিদর্শকসহ ৪ জন নিহত ও ১৪ জন আহত হয়েছে। আজ শনিবার ভোর ৪টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন, গোপালগঞ্জ পুলিশ লাইনের উপপরিদর্শক আব্দুর রশিদ, নাজিরপুরের নারায়ণ হাওলাদারে ছেলে বিজন হাওলাদার (২৫), ওই বাসের চালকের সহকারী রাসেল (২৪), এবং যশোরথ মণ্ডলের ছেলে কমল মণ্ডল (২৫)। আব্দুর রশিদ ছাড়া অন্যদের বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর এলাকায়।
আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে পিরোজপুরের নাজিরপুর যাচ্ছিল।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. জানে আলম জানান, ভোর ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের পিরোজপুরের নাজরপুরগামী একটি নৈশ কোচ (ঢাকা মেট্রো-ব-১৫-৩৮৫৫) ঘটনাস্থলে পণ্যবাহী দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-২০-৭০৮৪) পেছনে এসে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ও গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. জানে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Facebook Comments