শহিদুল ইসলাম গোপালগঞ্জ :
গোপালগঞ্জে বিভিন্ন দাবি তুলে ধরে সংবাদ সম্মেলন করেছে বিসিএস সাধারন
শিক্ষা সমিতির গোপালগঞ্জ জেলা কমিটির কর্মকর্তারা।
আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) প্রেসক্লাব গোপালগঞ্জ এর সম্মেলন কক্ষে এসভা অনুষ্ঠিত হয়।
বিসিএস সাধারণ শিক্ষা সমিতি গোপালগঞ্জ জেলা কমিটির সভাপতি প্রফেসর মো:ওহিদ আলম লস্কর এর সভাপতিত্ব এ সময় উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক মোঃওয়াহিদুজ্জামান মোল্লা, যুগ্ম সাধারন সম্পাদক আশিস কুমার বাকচী সহকমিটির অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।সম্মেলনে ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পদোন্নতি, পদসৃজন,স্কেল আপগ্রেডেশন ও আন্তক্যাডার বৈষম্য নিরসনসহ বিভিন্ন দাবি জানান বিসিএস সাধারন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা।তারা বলেন, বাংলাদেশের প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সার্বিকশিক্ষা ব্যবস্থা পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য শিক্ষা ক্যাডার সৃষ্টিহলেও শিক্ষা ক্যাডারকে বিশেষায়িত পেশা হিসেবে গড়ে তোলা হয়নি।
বঞ্চনাআর বৈষম্যের মাধ্যমে এ পেশার কার্যক্রমকে সংকুচিত করা হয়েছে। এ পেশাকেগ্রাস করছে অদক্ষ অপেশাদাররা, যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুররহমানের দর্শনের পরিপন্থি। দেশের সার্বিক শিক্ষার উন্নয়নকল্পে শিক্ষাক্যাডারের নানাবিধ সমস্যা ও যৌক্তিক দাবিগুলো পূরণের জন্য বারবার
কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে।
Like this:
Like Loading...