গোপালগঞ্জের গোপিনাথপুর চরপাড়ার হীরা বাড়ী সর্বজনিন দূর্গা মন্দিরে মূর্তি ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতি অ্যাড রবীন্দ্র ঘোষ জানান, এজহার ও ঘটনা সূত্রে জানা যায়, আসন্ন দূর্গা পূঁজা উপলক্ষে উক্ত মন্দিরে কাঁচা মাটি দিয়ে মুর্তি তৈরীর কাজ ১ মাস পূর্বে সম্পন্ন হওয়ার পর গত (২৭ সেপ্টেম্বর ২০২৩)রাত অনুমান ০০.০৫ মিনিট সময় থেকে ভোর অনুমান ০৮.৩০.মিনিট সময়ের মধ্যে যে কোন সময় মন্দিরে থাকা মূর্তি গুলি কে বা কাহারা ভাংচুর করেছে।
আরও জানান যায় উক্ত তারিখ সকাল অনুমান ০৮.৩০ ঘটিকার সময় প্রতিমা তৈরীর কারিগর কাজ করতে গিয়ে দেখতে পায় যে, প্রতিমা দূর্গার ১০ হাত ও মাথা, স্বরস্বতীর ০২ হাত, গনেশের উপরের হাত ভাঙ্গা অবস্থায় পরিয়া রহিয়াছে। তখন কারিগর বিষয়টি মন্দিরের সভাপতি অমর চন্দ্র হীরা (৬৮)কে জানায়, পরে অমর চন্দ্র হীরা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন মামলা নং ৪৬।
বি ডি এম ডাব্লুর সভাপতি জেলা পুলিশ সুপার ও থানার অফিসার ইনচার্জ (ওসি) এর নিকট মোবাইল ফোনে ঘটনার বিষয় জানতে চাইলে ওনারা বলেন আসামিদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে অতিদ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
বি ডি এম ডাব্লুর সভাপতি এহেন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন।
এরিপোর্ট লেখা পর্যন্ত থানা পুলিশ কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি।