নওগাঁর আত্রাইয়ে গ্রাম্য সালিসের নামে হেনস্তা করায় একই রশিতে ফাঁস দিয়ে মেয়েকে নিয়ে মায়ের আত্মহত্যার ঘটনা ঘটেছে। তারা হলেন মা মোছা. সাবিনা আক্তার (২৬) ও তার মেয়ে আফরোজা আক্তার (০৮)।
স্থানীয় একটি সূত্রে জানিয়েছেন আরিফুল ইসলামের স্ত্রী সাবিনার সাথে ছাগলের ফসল খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীর সাথে ঝগড়া হয়। গত শুক্রবার সন্ধ্যায় এ নিয়ে স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন সোহাগের নেতৃত্বে একটি সালিসি বৈঠক হয়। ওই বৈঠকে গৃহবধূ সাবিনা এবং তার মেয়ে আফরোজাকে অভিযুক্ত করে হেনস্তা রায় প্রদান করা হয়। অনুমান করা হচ্ছে এ সালিসী বৈঠকের হেনস্তা রায়ে প্রতি ক্ষুব্ধ হয়ে তারা মা মেয়ে দুজনে একসাথে আত্মহত্যা করেছে।
ইউপি সদস্য রুহুল আমিন সোহাগ বলেন, গত শুক্রবার সন্ধ্যায় সালিসি বৈঠক হয়েছে। তবে ওই বৈঠকে দু’পক্ষকে মিল করে দেয়া হয়েছে।এখানে অভিযুক্তের কোন বিষয় নেই।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এখনও এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত করে প্রয়েজনীয় ব্যবস্থা নেয়া হবে।