শিরোনাম

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে বাংলাদেশ

সংবাদটি প্রকাশিত হয়েছে : বুধবার, সেপ্টেম্বর ৪, ২০১৯ ৫:২৪:১৭ পূর্বাহ্ণ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক স্কটল্যান্ডকে বৃষ্টি-আইনে ১৩ রানে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ের ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনাল নিশ্চিত করেছে সালমা খাতুনের দল। আর গ্রুপপর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়েছে স্কটল্যান্ডের।

ফোর্টহিলে টস হেরে ব্যাট করতে নেমে বৃষ্টির কারণে ১৭ ওভারে ৪ ‍উইকেটে ১০৪ রান করে বাংলাদেশ। জববে ৮ ওভারে ৬৩ রানের নতুন টার্গেটে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৪৯ রানে থেমে যায় স্বাগতিকরা। ওপেনার ক্যাথরিন ব্রাইস ছাড়া স্কটল্যান্ডের কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কের রান ছুঁতে পারেনি।  ব্রাইস ২১ রান করেন। বাংলাদেশের নাহিদা আক্তার, রিতু মনি ও খাদিজাতুল কোবরা একটি করে উইকেট নেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে মুরশিদা খাতুন, নিগার সুলতানা ও ফারজানা হকের দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৪ রান তোলার পরই বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। নিগার সর্বোচ্চ অপরাজিত ৩৫ রান করেন। এছাড়া মুরশিদা ২৬ ও ফারজানা ২৩ রান করেন। স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রাইস ও আবতাহা মাকসুদ দু’টি করে উইকেট নেন।

আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে দু’টি সেমিফাইনাল। ফাইনাল হবে ৭ সেপ্টেম্বর। ফাইনালে ওঠা দু’টি দলই আগামী নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্তপর্বে খেলবে।

আরও পড়ুনঃ

তুরস্কে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের এক মিনিটের মধ্যে আটটি আফটার শক (পরাঘাত) আঘাত হানে
ভূমিকম্পের পর সিরিয়ার উত্তরপশ্চিম অঞ্চলকে দুর্যোগ অঞ্চল’ ঘোষণা করেছে বেসামরিক কর্তৃপক্ষ
পশ্চিমা নিষেধাজ্ঞাপর পরও দেদারছে রাশিয়ার তেল কিনছে ভারত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যা করবেন না বলেই প্রতিশ্রুতি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিড...
পাঁচ কেজি ওজনের বালিশ মিষ্টির দাম ১ হাজার ৮০০ টাকা
ধর্ষনের অভিযোগে রনি হোসেন নামে এক যুবক বিদেশে পালানোর সময় গ্রেফতার
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশাররফ মারা গেছেন
ইউক্রেনে যুক্তরাষ্ট্র যত বেশি অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করবে, রাশিয়া তত বেশি প্রতিশোধমূলক হামলা চালাব...
Spread the love
Facebook Comments

Contact Us