শিরোনাম

ঘর ডেঙ্গু-মুক্ত রাখবেন যেভাবে

সংবাদটি প্রকাশিত হয়েছে : রবিবার, জুলাই ২৮, ২০১৯ ৩:৪০:৩৫ পূর্বাহ্ণ

অনেকেই আজকাল ঘরে এক টুকরা সবুজ বানানোর চেষ্টায় গাছ রাখছেন। কিন্তু সময় মতো পরিচর্যা করছেন না। এতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। ঘর ডেঙ্গু মুক্ত করতে হলে এডিস মশার বিস্তার রোধ করতে হবে। সাধারণত স্বচ্ছ পরিষ্কার পানিতে এডিস মশা ডিম পারে। এ কারণে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার ডিম পাড়ার উপযোগী স্থানগুলো পরিষ্কার রাখতে হবে। যেমন-

১. ঘরের মধ্যে স্যাঁতস্যাতে জায়গা থাকলে সেটা খুঁজে বের করুন। ফ্রিজ কিংবা এসি’র নিচে পানি জমলে তা নিয়মিত পরিষ্কার করুন। রান্নাঘরের বেসিন ও র‌্যাক পরিষ্কার রাখুন।

২.  বালতিতে পানি জমিয়ে রাখবেন না। ঘরের আশেপাশে যাতে পরিত্যক্ত ক্যান না থাকে সেদিকে লক্ষ্য রাখুন।

৩. টবে যাতে অতিরিক্ত পানি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখুন। নিয়মিত টব পরিষ্কার করুন। ঘন ঘন টব পরিষ্কার করলে মশা বংশ বিস্তার করতে পারবে না।

৪. ফুলদানির পানি প্রতিদিন পরিষ্কার করুন।

৫. মশা প্রতিষেধক ক্রিম ব্যবহার করুন শরীরে। বাড়িতে কিংবা বাইরে যাওয়ার সময় এটা ব্যবহার করতে পারেন।

৬. সাধারণত ঘরের অন্ধকারাচ্ছন্ন জায়গায় দিনের বেলা মশা লুকিয়ে থাকে। এই সব স্থানে নিয়মিত মশা নিরোধক স্প্রে ব্যবহার করুন ।

৭. ঘরের দরজা জানালা বন্ধ করে ঘরে হালকা কর্পুর ব্যবহার করতে পারেন। এর গন্ধ মশা তাড়াতে সাহায্য করবে।

৮. বাড়িতে তুলসী ও পুদিনা গাছ লাগাতে পারেন। এসব গাছ মশা তাড়াতে সাহায্য করে।

৯. ল্যাভেন্ডার তেল মশা তাড়াতে সাহায্য করে। মশা তাড়াতে ঘরে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার তেল ব্যবহার করতে পারেন। চাইলে শরীরেও লাগাতে পারেন।

 

 

আরও পড়ুনঃ

তুরস্কে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের এক মিনিটের মধ্যে আটটি আফটার শক (পরাঘাত) আঘাত হানে
ভূমিকম্পের পর সিরিয়ার উত্তরপশ্চিম অঞ্চলকে দুর্যোগ অঞ্চল’ ঘোষণা করেছে বেসামরিক কর্তৃপক্ষ
পশ্চিমা নিষেধাজ্ঞাপর পরও দেদারছে রাশিয়ার তেল কিনছে ভারত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যা করবেন না বলেই প্রতিশ্রুতি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিড...
পাঁচ কেজি ওজনের বালিশ মিষ্টির দাম ১ হাজার ৮০০ টাকা
ধর্ষনের অভিযোগে রনি হোসেন নামে এক যুবক বিদেশে পালানোর সময় গ্রেফতার
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশাররফ মারা গেছেন
ইউক্রেনে যুক্তরাষ্ট্র যত বেশি অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করবে, রাশিয়া তত বেশি প্রতিশোধমূলক হামলা চালাব...
Spread the love
Facebook Comments

Contact Us