শিরোনাম

ঘুরে দাঁড়িয়ে জিতল বাংলাদেশের যুবারা

সংবাদটি প্রকাশিত হয়েছে : বুধবার, জুলাই ৩১, ২০১৯ ২:৫৭:১৯ পূর্বাহ্ণ

ফাইল ছবি।


ইংল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে বড় সংগ্রহের দিকে ছুটতে থাকা ভারত অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল বৃষ্টি বাধায় থেমে যায় ২২১ রানে। ছোট হওয়া ম্যাচে পুরো ৩৬ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ২২২ রানের লক্ষ্য ছুড়ে দেয় ভারত। বৃষ্টির বাগড়ায় বাংলাদেশের জন্য ম্যাচের দৈর্ঘ্য ছোট হলেও লক্ষ্যটা রয়ে যায় প্রায় একই। ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ২১৮ রানে। তবে ৩ বল হাতে রেখে ৮ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশের যুবারা।

১১ রানের মাথায় ওপেনার তানজিদ হাসানকে হারিয়ে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। তবে মাহমুদুল হাসান জয়কে নিয়ে আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন শুরুর ধাক্কা সামাল দেন ভালোভাবেই। ইমন আউট হন ব্যক্তিগত ৫১ রানে। ইমনের আগেই অবশ্য জয় সাজঘরে ফেরেন দলীয় ৫৬ রানের মাথায়। দলের ১১৭ রানের মাথায় ইমন (১১৭/৩) সাজঘরে ফিরলে ফটাফট আরও ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ (১২০/৫)। শেষদিকে আকবর আলীর ব্যাটে ঘুরে দাঁড়ায় যুবারা। অধিনায়ক আকবর আলী অপরাজিত থাকেন ৪৯ রানে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫১ রানের ইনিংস খেলেন ইমন।

টস হেরে ফিল্ডিং নেওয়া বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন শরীফুল ইসলাম। ভারতের পক্ষে সর্বোচ্চ ৭০ রানের ইনিংস খেলেন অধিনায়ক জুরেল।
এ জয়ে ভারতের সমান ৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে বাংলাদেশ। রানরেটে এগিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ভারত।

আরও পড়ুনঃ

তুরস্কে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের এক মিনিটের মধ্যে আটটি আফটার শক (পরাঘাত) আঘাত হানে
ভূমিকম্পের পর সিরিয়ার উত্তরপশ্চিম অঞ্চলকে দুর্যোগ অঞ্চল’ ঘোষণা করেছে বেসামরিক কর্তৃপক্ষ
পশ্চিমা নিষেধাজ্ঞাপর পরও দেদারছে রাশিয়ার তেল কিনছে ভারত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যা করবেন না বলেই প্রতিশ্রুতি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিড...
পাঁচ কেজি ওজনের বালিশ মিষ্টির দাম ১ হাজার ৮০০ টাকা
ধর্ষনের অভিযোগে রনি হোসেন নামে এক যুবক বিদেশে পালানোর সময় গ্রেফতার
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশাররফ মারা গেছেন
ইউক্রেনে যুক্তরাষ্ট্র যত বেশি অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করবে, রাশিয়া তত বেশি প্রতিশোধমূলক হামলা চালাব...
Spread the love
Facebook Comments

Contact Us