আব্দুর রাজ্জাক, সিনিয়র রিপোর্টার:
দিনাজপুরের ঘোড়াঘাটে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে শুভ জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় ঘোড়াঘাট জম্মষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে বিভিন্ন মন্দির থেকে আগত নারী-পুরুষ ও শিশু পূণ্যার্থী ভক্তবৃন্দর সমন্বয়ে বাদ্য-বাজনাসহ শুভ জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা ঘোড়াঘাট পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আনন্দ শোভাযাত্রা উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন মোহন্ত ভুট্টু। পরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঘোড়াঘাট পৌর কাউন্সিলর রেজোয়ান মিয়া, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রচার সম্পাদক তিতাস মোহন্ত, জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি রতন চক্রবর্তী, সাধারণ সম্পাদক নিত্য রঞ্জন মোহন্ত, সুমন মোহন্ত, রঞ্জিত ঘোষ, তাপস কুণ্ডু, রাজিব কুন্ড, লিটন সরকার, রাজিব সরকার প্রমুখ।
শেষে ঘোড়াঘাট পৌর এলাকার বড়গলি মন্দির প্রাঙ্গনে আগত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
Like this:
Like Loading...