নিহত মেহেদুল ইসলাম উপজেলার রানীগঞ্জ (আব্দুল্লাহ পাড়া) এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি উপজেলার রানীগঞ্জ বাজারে রেজাউল কাঠ ফার্নিচারের মালামাল অটো ভ্যানে করে বহন করতেন এবং ভ্যান চালিয়ে জিবিকা নির্বাহ করতেন।
সকাল ৬ টার দিকে স্থানীয় লোকজন হাত-পা বাধা অবস্থায় মরদেহ ঘটনাস্থলে পড়ে থাকতে দেখে থানা পুলিশকে সংবাদ দিলে, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ও সুরুতহাল রিপোর্ট তৈরি করেন এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তাঁকে শাঁসরোধ করে হত্যা করা হয়েছে। হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম এবং ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মারফত খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে, ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে, নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অতি দ্রুত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।