আব্দুর রাজ্জাক সিনিয়র রিপোর্টার:
দিনাজপুরে ঘোড়াঘাটে ২ নং পালশা ইউনিয়নের কৃষ্ণরামপুর ( মরিচা) গ্রামের মাঠে ধানের জমি থেকে আজ (৮ নভেম্বর ২০২৩) বুধবার বিকেল অনুমান ০৩.৩০ মিনিট সময়ে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
এলাকা সুত্রে জানা যায় গৃহবধূর স্বামী একজন ভ্যানচালক, সে বাড়ীতে সংশারের আয়ের জন্য কিছু গরু ছাগল পালন করেন আর এই গরু ছাগলের খাবারের জন্য ভ্যানচালকের স্ত্রী মাঠ থেকে ঘাঁষ কেটে আনে গরু ছাগল পালন করতেন, প্রতিদিনের ন্যায় আজ বুধবার বেলা ১১.০০ গৃহবধু মাঠে ঘাঁষ কাটতে যায়, পরে উক্ত তারিখ বিকেলে এলাকার আদিবাসী নারী ও পুরুষ মাঠের খাড়ীতে মাছ মারতে গিয়ে দেখে গৃহবধূর মরদেহ ধানের জমিতে পরে আছে তখন তাঁরা গ্রামবাসীকে খবর দিলে গ্রামবাসী ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখে ভ্যানচালক সাগর মিয়ার স্ত্রী ফেরদৌসী বেগম (২৬)এর মৃতদেহ পরে আছে।
এসময় স্থানীয় লোকজন থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ তাতক্ষণিক ভাবে ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতের সুরুতহাল রিপোর্ট তৈরি করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, আমরা লাশ উদ্ধার করেছি এবং সুরতহাল রিপোর্ট তৈরি করেছি। নিহতের পরিবারের সাথে আলাপ আলোচনা চলছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে, ময়না তদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।
এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়ের হয় নাই।
Like this:
Like Loading...