চট্টগ্রামের সীতাকুণ্ডে দুজনকে কুপিয়ে হত্যা করা হয়।সোনাইছড়ি ও জঙ্গল ছলিমপুর এলাকায় এসব হত্যার ঘটনা ঘটে।
নিহতদ নাম হলেন ব্যবসায় মো. আলমগীর (৩৭) ও মো. ইমন (২৫)।
স্থানীয় সূত্র জানা যায়,উপজেলার সোনাইছড়ি এলাকায় রাতে বাড়ি ফেরার পথে আলমগীর নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে জঙ্গল ছলিমপুর এলাকায় মো. ইমন নামে একজনকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা ইমনকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে ইমন মারা যান।