চট্টগ্রাম নগরীতে দুই বন্ধুর ঝগড়ার একপর্যায়ে এক বন্ধুর ছুরিকাঘাতে অপর বন্ধু প্রাণ হারিয়েছেন।রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নগরীর পাহাড়তলী থানার মধ্যম সরাইপাড়া এলাকায় হাজী আশরাফ আলী মাদরাসা এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত মোহাম্মদ হোসেন মান্না (৫০) ওই এলাকার দফাদার বাড়ির বাসিন্দা।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন সংবাদমাধ্যমকে জানান, মোহাম্মদ হোসেন মান্না ও জসিম উদ্দিন পরস্পর বন্ধু। বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। রোববার বেলা পৌনে দুইটার দিকে রাস্তায় তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এর মধ্যে জসিম মান্নাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
আহত মান্নাকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।আহত মান্নাকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার লাশ মর্গে রাখা হয়েছে।