চট্টগ্রামে এক পুলিশ সদস্যসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ (উত্তর বিভাগ)। শনিবার বিকালে নগরীর বায়েজিদ বোস্তামী থানা গেট এলাকায় একটি প্রাইভেটকার তল্লাশি চালিয়ে ৯৩ বোতল ফেনসিডিলসহ ওই তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- আশরাফুল হাসান তানভীর (২৯), আবু মুসা (৪০) ও প্রাইভেটকার চালক এজাহার মিয়া (৩২)। এদের মধ্যে তানভীর খাগড়াছড়ি জেলার রামগড় থানায় পুলিশ কনস্টেবল পদে কর্মরত।
রোববার রাতে নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর বিভাগ) নিহাদ আদনান তাইয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকালে বায়েজিদ বোস্তামী থানাধীন এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৯৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় প্রাইভেটকার চালকসহ তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে একজন পুলিশ সদস্য ছিলেন। প্রাথমিকভাবে জানা গেছে, আটক হওয়া তিনজন পরস্পরের যোগসাজশে মাদক ব্যবসা করতেন।
তিনি আরও বলেন, রোববার তিনজনের বিরুদ্ধে মাদক আইনে বায়েজিদ বোস্তামী থানায় মামলা দায়ের করা হয়েছে।