চট্টগ্রামে ৫০ হাজার ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র্যাব।
আজ বুধবার (২১ আগস্ট) ভোররাতে নগরের কোতোয়ালি থানাধীন মেরিনার্স রোডের ব্রিজঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়।
আটকরা হলেন মো. মনা (২২), হাসান খান (২৪) ও মো. শিহাব (৩২)। তাদের বাড়ি ভোলা, নারায়ণগঞ্জ ও রংপুর বলে র্যাব জানিয়েছে। তারা সবাই মাদক ব্যবসায়ী বলে র্যাবের দাবি।
র্যাব সূত্র জানায়, মেরিনার্স রোডের ব্রিজঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়েছে।
সূত্র আরো জানায়, কক্সবাজার থেকে এসব ইয়াবা নিয়ে কাভার্ড ভ্যানে করে ভোলায় নিয়ে যাওয়া হচ্ছিল।
Facebook Comments