ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের ওপর মঞ্চে হামলার চেষ্টা করে এক যুবক। সোমবার (১১ জানুয়ারি) রাতে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর স্কুল মাঠে একটি ওয়াজ মাহফিলে বক্তৃতা করার সময় তার ওপর এই হামলার চেষ্টা করা হয়।
ইসলামী শ্রমিক আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি শহিদুল ইসলাম কবির বলেন, স্থানীয় এক যুবক হঠাৎ করে মঞ্চে ওঠে হুজুরের ওপর হামলা করতে উদ্যত হয়। এ সময় আশপাশে থাকা মাহফিল কমিটির নেতৃবৃন্দ ও মুসল্লিসহ অন্যান্যরা ওই যুবককে জাপটে ধরে নিবৃত্ত করেন।
পীর সাহেব বলেন এটি পরিকল্পিতভাবে আমার ওপর হামলা চেষ্টা করা হয়।
স্থানীয়রা জানায় ওই যুবক মানসিক ভারসাম্যহীন। সম্প্রতি ওই যুবক ইউপি চেয়ারম্যানসহ আরও কয়েকজনের ওপর হামলার চেষ্টা করে। যুবকের পরিচয় জানার পর হুজুর তাকে ক্ষমা করে দেন।
বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান জানান, বাকেরগঞ্জের মাহফিলে চরমোনাই পীরের ওপর হামলার চেষ্টার কথা তারা শুনেছেন। বিষয়টি নিয়ে কোনো লিখিত অভিযোগ পাননি। তবে ওই যুবককে বাসায় নিরাপদ হেফাজতে রাখার জন্য তার পরিবারকে বলা হয়েছে।
Facebook Comments