চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ভাগ্নের ছুরিকাঘাতে মামার মৃত্যু হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ফরাজীকান্দি ইউনিয়নের চরমাছুয়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। অভিযুক্ত ভাগ্নেকে আটক করেছে পুলিশ।
নিহত মানিক হোসেন (২৫) চরমাছুয়ার আরশাদ মিয়ার ছেলে।
পারিবারিক বিষয়ে মানিক তার দুলাভাই আনোয়ার হোসেনের সঙ্গে কথা বলছিলেন। এ সময় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে কথা কাটাকাটির জেরে পাশে থাকা ভাগ্নে আরিফ হোসেন (২২) মানিকের গলায় ছুরিকাঘাত করেন। হাসপাতাল নেওয়ার আগেই মানিকের মৃত্যু হয়।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা আরশাদ মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মূল অভিযুক্তকে আটক করা হয়েছে।