চাঁপাইনবাবগঞ্জের ৩ উপজেলায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭ট থেকে ৯টার মধ্যে এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও সংশ্লিষ্ট থানা সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জামতলা এলাকায় ধানের জমিতে কাজ করার সময় বজ্রপাতে ওমর আলী নামে এক কৃষক মারা যান। তিনি ভোলাহাট উপজেলার বাসিন্দা।
একই সময় ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের মুশরিভুজা গ্রামে জমিতে কাজ করার সময় আনোয়ার হোসেন নামে আরেক কৃষকের মৃত্যু হয়।
অন্যদিকে গোমস্তাপুর উপজেলার রতনপুর পৌর এলাকার প্রসাদপুর গ্রামে নিজ বাড়িতে মোবাইল ফোন নাড়াচাড়া করার সময় বজ্রপাত হলে শরিফুল ইসলাম নামে একজন গুরুতর অসুস্থ হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলী, ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা এবং গোমস্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।