শিরোনাম

চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মস্থলের দাবিতে উত্তাল শাহবাগ

সংবাদটি প্রকাশিত হয়েছে : মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০১৯ ১১:৪২:৩৫ পূর্বাহ্ণ

মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মস্থল ও খুলনায় খালিশপুরে ডা. সুজা উদ্দিন সোহাগের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে শ্লোগানে বক্তৃতায় উত্তাল শাহবাগ এলাকা। চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি অ্যান্ড রাইটসের (এফডিএসআর) আয়োজনে এ বিক্ষোভ সমাবেশে রাজধানীর বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমাবেশে চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মস্থলের দাবি জানান বক্তারা।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে শাহবাগের প্রজন্ম চত্ত্বরে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

এসময় এফডিএসআর মহাসচিব ডা. শেখ আবদুল্লাহ আল মামুন বলেন, স্বাস্থ্যখাতকে পরিকল্পিতভাবে ধ্বংস করার জন্য, ডাক্তারদের ওপর হামলা করা হচ্ছে। ডাক্তারদের ওপর লাঞ্ছনা বেড়েই চলেছে। আর তাই অতি দ্রুত স্বাস্থ্য সুরক্ষা আইন করতে হবে। এটা নিয়ে কোনো রকমের টালবাহানা চলবে না। আর এক্ষেত্রে চিকিৎসকদের সংগঠনগুলোকে দায়বদ্ধতার জায়গা থেকে মাঠে নামা উচিত।

ডা. সুজা উদ্দিন সোহাগের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি জানান ডা. শেখ আবদুল্লাহ আল মামুন বলেন, মানুষের সেবা করতে হলে, আগে ডাক্তারদের নিরাপত্তা দিতে হবে। তাই আমরা নিরাপত্তার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে যাব। প্রয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যাব।

খুলনা বিএমএ’র দফতর সম্পাদক ডা. হাসান বলেন, অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আজকে শাহবাগে দাঁড়িয়েছি। এ মুহূর্তে যখন কথা বলছি, তখন হয়তো দেশের কোথাও ডাক্তার নির্যাতনের শিকার হচ্ছেন। এ নিপীড়নের শেষ কোথায়? ডাক্তারদেরও চাওয়া আছে, তাদের চাওয়া পূরণ করা উচিত। আজকে যখন দেশ উন্নয়নের মহাসড়কে, তখন স্বাস্থ্যখাতে এ অরাজকতা কেন? তিনি বলেন, চিকিৎসকরা নিরাপত্তাহীন হলে তারা মানুষের সেবা দিবে কিভাবে? চিকিৎসকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠিত হওয়া উচিত।

প্রতিবাদ সমাবেশের আয়োজক সংগঠন এফডিএসআরের ভারপ্রাপ্ত সভাপতি ডা. আবু রায়হান বলেন, ডা. সুজা উদ্দিন সোহাগের ওপর হামলাকারী সন্ত্রাসীদের তিনদিনের মধ্যে গ্রেফতার করা না হলে, আমরা সংগঠনের পক্ষ থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আমরা ডা. সুজার ব্যাপারে খুলনা বিএম-এর সাথে একাত্মতা পোষণ করছি। তারা যে কর্মসূচি দিবে, আমরা ঢাকায় সে কর্মসূচি পালন করব।

প্রতিবাদ সমাবেশে সংগঠনের মিডিয়া বিষয়ক সম্পাদক ডা. শাহেদ ইমরানের সঞ্চালনায় বক্তৃতা করেন ডা. আব্দুন নূর তুষার, ডা. সিএম আনোয়ার, ডা. জাহানারা হক ঝুমু, ডা. হাসানুর রহমান, ডা. ফরহাদ মঞ্জুর, ডা. আসাদুজ্জামান রিন্টু, ডা. পারিছা ও ডা. রাহাত আনোয়ার চৌধুরীসহ অন্যান্যরা।

সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব ডা. আসাদুজ্জামান রিন্টু, কোষাধ্যক্ষ ডা. ফরহাদ মনজুর, সাংগঠনিক সম্পাদক ডা. জাহিদুর রহমান, আইন বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. নোমান চৌধুরী, দফতর সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী, কার্যকরী পরিষদের সদস্য ডা. সোহেল মাহমুদ, ডা. রাশিদুল হক, ডা. ওমর ফারুক লপ্তি, ডা. নাজমুল হোসেনসহ অন্যরা।

উল্লেখ্য, ৮ সেপ্টেম্বর খুলনার খালিশপুর ক্লিনিকে রিপন (২৪) নামে এক পলিটেকনিক ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজনরা কর্তব্যরত চিকিৎসক ডা. সুজা উদ্দিনকে ব্যাপক মারধর ও জোর করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে তিনি গুরুতর অবস্থায় অর্থোপেডিক ওয়ার্ডে ভর্তি রয়েছেন।

আরও পড়ুনঃ

তুরস্কে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের এক মিনিটের মধ্যে আটটি আফটার শক (পরাঘাত) আঘাত হানে
ভূমিকম্পের পর সিরিয়ার উত্তরপশ্চিম অঞ্চলকে দুর্যোগ অঞ্চল’ ঘোষণা করেছে বেসামরিক কর্তৃপক্ষ
পশ্চিমা নিষেধাজ্ঞাপর পরও দেদারছে রাশিয়ার তেল কিনছে ভারত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যা করবেন না বলেই প্রতিশ্রুতি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিড...
পাঁচ কেজি ওজনের বালিশ মিষ্টির দাম ১ হাজার ৮০০ টাকা
ধর্ষনের অভিযোগে রনি হোসেন নামে এক যুবক বিদেশে পালানোর সময় গ্রেফতার
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশাররফ মারা গেছেন
ইউক্রেনে যুক্তরাষ্ট্র যত বেশি অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করবে, রাশিয়া তত বেশি প্রতিশোধমূলক হামলা চালাব...
Spread the love
Facebook Comments

Contact Us