চিত্র 2-দেশ_স্বাধীন_করে_দেওয়ার_প্রতিদান_হিসেবে_পাচ্ছে_বীর_মুক্তিযোদ্ধারা
অত্যাচার_অবিচার_হত্যা_বিনাচিকিৎসা!
বীর মুক্তিযোদ্ধা শ্রী চন্দন কুমার দে।
পিতা- স্বর্গীয় সুরেন্দ্র চন্দ্র দে।
গ্রাম- চরমধুয়া।
ইউনিয়ন – চন্দ্রকোনা।
উপজেলা- নকলা।
জেলা- শেরপুর।
বর্তমান ঠিকানা- রাজবল্লভপুর, শেরপুর টাউন, শেরপুর। ওনার কল্যাণ ট্রাষ্ট ( ভারতীয়) নম্বর – ১৫৯০০, লাল মুক্তিবার্তা -০১১৪০৩০২৯৯, গেজেট নম্বর – ১০৮৯।
তিনি দীর্ঘদিন যাবত কিডনি রোগে আক্রান্ত। ডায়ালাইসিস করতে হতো। আর্থিক সামর্থ্য নেই। বেশ কিছুদিন যাবত সম্পূর্ণ অচেতন অবস্থায় বাসায় শুয়ে আছেন এই বীর! কোনকিছুই খেতে পারছেন না। কথা বলতে পারেন না,চোখও খোলেন না।। ওনার স্ত্রী বললেন, সারাদিনে শুধুমাত্র একটু জল বা ফলের রস মুখে দেয়া হয়েছে।
মহান মুক্তিযুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধার একটি অসাড় দেহ বিছানায় পড়ে আছে। শুধুমাত্র শ্বাস প্রশ্বাসটা চলছে।
৭১ এর বীর সেনানী আজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। যেকোন মূহুর্তে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। মহান মুক্তিযুদ্ধে টগবগে তরুণের এই করুণ দৃশ্য দেখে আমাদের প্রত্যেকের পরিণতি এরকমই হবে। কারণ ৯৫% অজ পাড়াগাঁয়ের হতদরিদ্র পরিবারের অশিক্ষিত সন্তানরাই মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আমিও তাদের একজন। রাষ্ট্র কি পারে না একজন বীর মুক্তিযোদ্ধার চিকিৎসার সকল ব্যয় বহন করতে??
রাষ্ট্র কি পারেনা একজন বীর মুক্তিযোদ্ধাকে ভিভিআইপি মর্যাদা দিতে?? এরকম চন্দনদের বীরত্বের কারণেই আজকের এই লাল-সবুজের পতাকা ও স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এদেশ কি জিকে শামিম, সম্রাট, সাহেদ, গোল্ডেন মনির, পাপিয়াদের মত দুষ্টু চক্রের জন্য মুক্তিযুদ্ধ করে স্বাধীন করা হয়েছিলো ৩০ লক্ষ শহীদের তাজা রক্ত এবং ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে?
Facebook Comments