শিরোনাম

চিপসের প্যাকেটে শিশু-খেলনা, হাইকোর্টে রিট

সংবাদটি প্রকাশিত হয়েছে : সোমবার, নভেম্বর ৪, ২০১৯ ৫:৫৯:৩৮ অপরাহ্ণ
চিপসের প্যাকেটে শিশু-খেলনা
চিপসের প্যাকেটে শিশু-খেলনা

চিপসের প্যাকেটের ভেতরে শিশু-খেলনা না ঢোকাতে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে করা হয়েছে।

একইসঙ্গে খেলনাযুক্ত যেসব চিপস বাজারজাত করা হয়েছে তা প্রত্যাহারে নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।

মো. মনিরুজ্জমান নামে এক আইনজীবী এই রিট দায়ের করেছেন।

তিনি জানান, বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট ডিভিশন বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।

অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান বলেন, ‘অ্যাবসেন্ট মাইন্ডে বাচ্চারা যখন চিপস খায় তখন খেলনাটা তাদের পেটে ঢুকে যায়। এটা খুবই অ্যালার্মিং। প্রতিবেশী দেশে দু’টি বাচ্চা মারা গেছে বলে আমরা প্রতিবেদন পেয়েছি। আমরা আশঙ্কা করছি, আমাদের দেশের কোনো শিশু চিপসের প্যাকেটে যে প্ল্যাস্টিকের খেলনা থাকে সেটা খেয়ে ফেললে হয়তো এরকম পরিস্থিতি হতে পারে। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। এ কারণে রিট করেছি।’

রিটে বিবাদী করা হয়েছে বাণিজ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, এম এম ইস্পাহানী লিমিটেডের চেয়ারম্যান ও হেড অব মার্কেটিং, ইনগ্রিন লিমিটেডের চেয়ারম্যান ও হেড অব মার্কেটিংকে।

Spread the love
Facebook Comments

Contact Us