চুয়াডাঙ্গায় নাশকতার মামলায় জেলা জামায়াতের আমিরসহ ছয়জন জামায়াত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে জেলা শহরের পুরাতন জেলখানার সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে বিকেলে তাদেরকে আদালতে সোপর্দ করে পুলিশ।
গ্রেফতাররা হলেন জেলা জামায়াতের আমির জীবননগর উপজেলার ধোপাখালি গ্রামের আব্দুল খালেকের ছেলে অ্যাডভোকেট রুহুল আমিন (৪৫), আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া খলিলুর রহমানের ছেলে পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম (৩৯), জামায়ত কর্মী দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের আজিজুল হকের ছেলে মহাসিন আলী (২৬), দর্শনা ফুলবাড়ি গ্রামের শহিদুল ইসলামের ছেলে জেলা শিবিরের সাবেক সেক্রেটারি হুমায়ুন কবির (২৭), দর্শনা ইসলামবাজারের মরহুম ইউসুফ আলীর ছেলে দৈনিক সংগ্রাম পত্রিকার দামুড়হুদা উপজেলা প্রতিনিধি মাসুম বিল্লাহ (৪২) এবং রুহুল আমিনের ড্রাইভার চুয়াডাঙ্গা বেলগাছির আবু জাফরের ছেলে মিনারুল ইসলাম (২৯)।
পুলিশ জানায়, গত ১৫ মে শহরের ছিনেমা হলপাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে নাশকতার প্রস্তুতিকালে জিহাদি বইসহ ছয়জন জামায়াত নেতাকর্মীকে আটক করে পুলিশ।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, নাশকতার মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়। পরে আদালতে সোপর্দ করা হয়।