চুয়াডাঙ্গার দামুড়হুদায় ঋণের কিস্তির টাকার জেরে ধারালো অস্ত্রাঘাতে বাবার হাতে মেয়ে মর্জিনা খাতুন (৩০) খুন হয়েছেন।এ সময় মর্জিনা খাতুন মেয়ে রেক্সোনা (১৩) জখম হয়েছে। শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বাঘাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
হত্যার শিকার মর্জিনা খাতুন উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের স্কুলপাড়া গ্রামের আজিজুলের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান,স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর তার একমাত্র মেয়েকে নিয়ে মর্জিনা তাদের সঙ্গে একই বাড়িতে বসবাস করত। শনিবার রাত ৮টার দিকে সমিতির ঋণের কিস্তির টাকা জমা দেওয়াকে কেন্দ্র করে মর্জিনার সঙ্গে তার বাবা আজিজুলের ঝগড়া হয়। গভীর রাতে মর্জিনা তার মেয়ে রেক্সোনাকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিল; এ সময় তাদের ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যান আজিজুল।
এ ঘটনার পর স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মডেল থানার ওসি আলমগীর হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা আছে।