চুয়াডাঙ্গায় মাকে কুপিয়ে হত্যা করলেন পাষণ্ড ছেলে
সংবাদটি প্রকাশিত হয়েছে :
শনিবার, নভেম্বর ১৩, ২০২১ ৯:৪৩:৪৩ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় মাকে কুপিয়ে হত্যা করলেন পাষণ্ড ছেলে
চুয়াডাঙ্গা সদরে ছেলের বিরুদ্ধে মাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সন্ধ্যার দিকে উপজেলার পদ্মবিলা ইউনিয়নের পিরোজখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম জবেদা খাতুন (৪৫)। তিনি পিরোজখালী গ্রামের কাজীপাড়ার আহসান আলীর স্ত্রী।
মুকুল হোসেনের বিয়ে হয়েছে। তিনি এক সন্তানের জনক। দীর্ঘদিন ধরে বেকার থাকায় সম্প্রতি তাঁর স্ত্রী তাঁকে ছেড়ে বাবার বাড়িতে চলে গেছেন।
শনিবার বিকেলে মুকুল মায়ের কাছে ভাত চাইলে মা তাঁকে উপার্জন করার বিষয়ে কথা বলেন। তাঁর মা বলেন, কাজ না করলে তাঁকে খেতে দেওয়া হবে না। এতে মুকুল ক্রুদ্ধ হয়ে বাড়িতে থাকা ধারালো অস্ত্র দিয়ে মায়ের মাথায় এলোপাতাড়ি কোপ মারেন। এতে ঘটনাস্থলেই মারা যান মা জবেদা খাতুন
ওসি মহসীন জানান, এ ঘটনায় জবেদা খাতুনের ছেলে মুকুল হোসেনকে (২৮) আটক করেছে পুলিশ।
Facebook Comments