কক্সবাজারের চকরিয়ার বদরখালীতে জিসান নামে এক টমটম (ইজিবাইক) চালককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জিসানের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মহিউদ্দিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
জিসান (২৭) বদরখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কুতুবনগর পাড়া এলাকার নাছির উদ্দীনের ছেলে। অভিযুক্ত মহিউদ্দিন (৩৬) একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কুতুবদিয়া পাড়ার আবু তাহের টুক্কুর ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, জিসান সোমবার সকালে কুতুবদিয়া পাড়ার মো. ইউসুফের ছেলে রুবেলের কাছ থেকে একটি ইজিবাইক ভাড়া নেন। সোমবার সন্ধ্যায় তিনি রুবেলকে ইজিবাইক বুঝিয়ে না দেওয়ায় জিসানের ওপর ক্ষুব্ধ হন। মঙ্গলবার সকালে জিসান ইজিবাইক নিয়ে গাড়ির মালিক রুবেলের কাছে যান। এ সময় গাড়ি চুরির অপবাদ দিয়ে রুবেল ও মহিউদ্দিনসহ কয়েকজন চালক জিসানকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেন। পরে জিসানকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে থানার উপপরিদর্শক মেহেদী হাসান ঘটনার বিষয়টি জানতে পেরে অভিযুক্ত মহিউদ্দিনকে বদরখালী থেকে আটক করেন।
চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মানিক বলেন, উদ্ধার করা মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহে বিভিন্ন আঘাতের চিহ্ন দেখা গেছে।