পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি:
ফেনীর ছাগলনাইয়ায় বালুভর্তি পিকআপ চাপায় শরীফ ভূঞা তানভীর (২৭) নামে এক প্রবাসী নিহত হয়েছেন।রোববার ১৩ ফেব্রুয়ারি দুপুরে ফেনী-ছাগলনাইয়া সড়কের রেজুমিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানভীর উপজেলার শুভপুর ইউনিয়নের বড়বাড়ির আবুল কাশেমের ছেলে। সে গত সপ্তাহে বিদেশ থেকে ছুটিতে আসেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ সূত্র জানায়, ফেনী-ছাগলনাইয়া সড়কে দুপুর ২টার দিকে একটি বালুবোঝাই পিকআপ ছাগলনাইয়ার দিকে যাচ্ছিল। এ সময় রেজুমিয়া এলাকায় পৌঁছালে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে উল্টে যায়।
তাৎক্ষণিক আশপাশের লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় সিএনজির তিন যাত্রীকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তানভীরকে মৃত ঘোষণা করে।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত পিকআপ ও সিএনজি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Facebook Comments