গাইবান্ধা প্রতিনিধি : সাঘাটা উপজেলার মেলনদহ ব্রিজের উপর গত রোববার রাতে দুস্কৃতিকারীরা ৩টি
সিএনজি আটক করে যাত্রীর কাছ থেকে টাকা ও মালামাল, অপর দিকে একই রাতে ঘুড়িদহ ইউনিয়নের
অনন্তপুর এলাকার রাস্তায় কলাগাছ ফেলে মোটরসাইকেলের পথরোধ করে এক বিকাশ ব্যবসায়ীকে বেধে
রেখে ১ লাখ টাকা এবং মোবাইল ফোন ছিনতাই করে। ফলে এলাকায় জনসাধারণের মধ্যে ছিনতাই আতংক
বিরাজ করছে। জানা যায়, রোববার রাত অনুমান ১১ টার সময় উপজেলার মামুদপুর গ্রামের ফজর আলীর
ছেলে সিএনজি চালক এনামূল হক আদিয়াত নামক , গোবিন্দপুর(মন্ডল পাড়া) গ্রামের হবিবরের ছেলে
বাদশা মিয়া জামাল নামক সিএনজি ও সোনাতলা উপজেলার উত্তর কালাইআটা গ্রামের আবু সাঈদের
ছেলে আইয়ুব হোসেন যাত্রী নিয়ে বগুড়া থেকে জুমারবাড়ী আসার পথে মেলনদহ ব্রিজে পৌছিলে
ওৎপেতে থাকা দুস্কৃতিকারীর দল সিএনজির পথরোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের কাছে থাকা
টাকাপয়সা ও মালামাল ছিনিয়ে নেয়। অপর দিকে অনন্তপুর গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে হাবিবুর রহমান
কচুয়া বাজারস্থ তার বিকাশের দোকান বন্ধকরে রাত অনুমান ১১টার সময় মোটরসাইকেল নিয়ে বাড়ি
ফেরার সময় পথিমধ্যে ওৎপেতে থাকা দুস্কৃতিকারীর দল রাস্তায় কলার গাছ ফেলে মোটরসাইকেলের পথ
রোধ করে বিকাশ ব্যবসায়ী হাবিবুরের হাত-পা বেধে তার কাছে থাকা ব্যবসার ১ লাখ টাকা ও মোবাইল ফোন
ছিনিয়ে নেয়। এই নিয়ে জনসাধারণের মধ্যে ছিনতাই আতংক বিরাজ করছে। ছিনতাইয়ের বিষয়ে সাঘাটা
থানার অফিসার ইনচার্জ বেলাল হোসেনের সাথে কথা হলে তিনি জানান মেলনদহ ব্রিজের উপর সিএনজি
থামিয়ে ছিনতাইয়ের বিষয়ে কোনো তথ্য আসেনি এবং অভিযোগ পাওয়া যায়নি। তবে অনন্তপুরে রাস্তায় কলাগাছ ফেলে ছিনতাইয়ের বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
Facebook Comments