রাজধানীর হাজারীবাগে এলোপাতাড়ি ছুরিকাঘাতে এক কিশোর নিহত হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত পৌনে ১২ টার দিকে গুরুতর আহত কিশোরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এলাকার কিশোর ‘গ্যাংয়ের’ সঙ্গে দ্বন্দ্বের জের ধরে ধরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে মনে করছে পুলিশ।
কিশোর নিহত হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া। তিনি জানান, নিহত কিশোরের নাম ইয়াসিন (১৬)। রাব্বী নামে এক পথচারী আহত ইয়াসিনকে রাস্তা থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। পরে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। ইয়াসিনের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা আছে বলে তিনি জানান।
এদিকে কিশোর ‘গ্যাং’ দ্বন্দ্বে এ হত্যার ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করছে হাজারীবাগ থানা-পুলিশ।
হাজারীবাগ থানার উপপরিদর্শক চান মিয়া আজ রোববার সকালে প্রথম আলোকে বলেন, হাজারীবাগে একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকত ইয়াসিন। কয়েক দিন আগে এলাকার একটি কিশোর গ্রুপের সঙ্গে তার ঝগড়া হয়। সেই ঝগড়ার জের ধরে ইয়াসিনকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। গতকাল রাতেই কিশোরের বাবা থানায় এসে কথা বলে গেছেন। তবে তখন তিনি মামলা করেননি।
Facebook Comments